
এবার কুরুচিকর মন্তব্যের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে | থানায় এফআইআর করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহ হাসদা | এসসি, এসটি আইন অনুসারে অভিযোগ দায়ের করা হয়েছে ঝারগ্রাম থানায় ।
প্রসঙ্গত কিছুদিন আগে কুরুচিকর মন্তব্য থেকে রেহাই পান নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু | অখিল গিরির মন্তব্য কে হাতিয়ার করে পথে নেমে ছিলেন বিজেপি নেতারা | তবে এবার মন্ত্রী বীরবাহার দাবী, “লালগড়ের মাটিতে দাঁড়িয়ে নেতাই দিবসে শুভেন্দু অধিকারী যেভাবে আমাকে ও দেবনাথ হাসদা কে আক্রমণ করেছিলেন তখন কোন প্রতিবাদে ঝড় ওঠেনি । কেউ পথেও নামেননি, আমরাও কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ | আমি একজন সাঁওতাল মহিলা” । বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়