
দিদির কাছে ভাই ফোঁটা নিতে, কালীঘাটে শোভন | বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে সঙ্গে নিয়ে কালীঘাটে ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিতে আসেন শোভন |
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিয়ে বেরিয়ে শোভন চট্টোপাধ্যায় বললেন, “দিদির কাছে তুই আসবি বা আমি আসবো দিদির কাছে | সেরকম প্রসঙ্গই নয় | ভাইফোঁটা হয়েছে, দিদি ভাইফোঁটা দিচ্ছে | আমি প্রথম থেকেই তার স্নেহ ভালোবাসা পেয়েছি | স্বাভাবিকভাবেই দিদি আমার শেষ কথা | আমার মা বাবা নেই | ডেফিনেটলি আমার কাছে দিয়ে অন্য কোন অবস্থান নেই | দিদির জন্য আনার জন্য আমার কাছে কি আছে? যা আমি দিদিকে নিয়ে ভাবি, চিন্তা করি সেটা যদি দিদির কাছে পৌঁছায়, সেটা আসলে দিদি দেওয়া জিনিস | যা আমি নিয়ে আসছি” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়