
গরু পাচার কান্ডে গ্রেপ্তার হয়েছে বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল | তবে তার মেয়ে সুকন্যার একাউন্টে মিলেছে একাধিক টাকার হদিস | সেই কারণে এবার সিবিআইয়ের নজরে অনুব্রত কন্যা সুকন্যা | জানা গিয়েছে বুধবার বোলপুরের বাড়িতে সুকন্যা মন্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই |
প্রসঙ্গত টানা ১০ বার গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই নোটিশ পাঠিয়েছে অনুব্রত মণ্ডলকে | কিন্তু বারবার অসুস্থতার কারণ দেখে হাজিরা এড়িয়ে গেছেন অনুব্রত | এরপর গত সপ্তাহে বৃহস্পতিবার তাকে বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই | বর্তমানে কলকাতার নিজাম প্যালেসের রয়েছেন অনুব্রত | তদন্তের কাজে সিবিআইকে সাহায্য করছেন বলে জানা গিয়েছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়