
শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে দেখা যায় অর্পিতা মুখোপাধ্যায় কে | এরপর টানা জেলার মুখে পড়েও কান্নায় ফেটে পড়েন অর্পিতা মুখোপাধ্যায় | বারবার ছেড়ে দেবার কাতর আর্জি জানায় | অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনেরই দাবি, তারা দুজনে নির্দেশ এবং ষড়যন্ত্রের শিকার |
তবে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে জড়ো হয়েছিলেন টেট উত্তীর্ণ ও নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা | এবার তাদের সেখান থেকে টেনে হিজড়ে তোলে পুলিশ | আন্দোলনকারী বারবার অনুরোধ করে একবার অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দিন | এদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়