চলতি বছরের শেষের দিকে সন্তানের মা হবেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর | ইনস্টাগ্রম এ ছবি পোস্ট করে সুখবর দিলেন তিনি নিজেই | ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার স্পষ্ট বেবি পাম্প | ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “চার হাতে তোমাকে বড় করব আমাদের সাধ্যমত | দুই হৃদয় জুড়ে থাকবে তুমি | তোমাকে সঙ্গে নিয়ে তৈরি হবে নতুন এক পরিবার | তোমার আগমনের অপেক্ষায় রয়েছি” | এবার অনুরাগীদের নিজেই সুখবর জানালেন সনাম কাপুর |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী