February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রাতের অন্ধকারে ট্রলি তে করে পাচার হচ্ছিল বালি বজরি

রাতের অন্ধকারে ট্রলি তে করে পাচার হচ্ছিল বালি বজরি।গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মেটেলি থানার পুলিশ।বজরি ও বোল্ডার ভর্তি দুটি ট্রলিকে আটক করে পুলিশ।যদিও ট্রলির চালক পালিয়ে যাওয়া তাদের ধরতে পারেনি।সোমবার রাতে মেটেলি থানার পুলিস বাতাবাড়ি ফার্ম এলাকা থেকে ওই ট্রলি দুটিকে আটক করে চালসার পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।এই মুহূর্তে নদী থেকে বালি বজরি উত্তোলন বন্ধ আছে।তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখে ধুলো দিয়ে বালি বজরি পাচারের কাজ করছে।দিনের বেলা পাচার বন্ধ থাকলেও রাতের অন্ধকারে ওই পাচারের কাজ করা যাচ্ছে।মেটেলি থানা সূত্রে জানা যায়,দ্রুত দুটি ট্রলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এই ধরণের অভিযান আগামীতেও চলবে।।