
রেলে কাটা পড়ে মৃত্যু উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে ফুট ব্রিজ নিকটে। মৃত্যু ব্যক্তির নাম সঞ্জীব চৌহান বয়স প্রায় ৬০ কালিয়াগঞ্জ এর নতুন পাড়ার বাসিন্দা মুদিখানা দোকানের ব্যবসায়ী । বিগত লকডাউন পড়ে থেকে তাঁর কাজকর্ম কম হবার জন্য। বেশিরভাগ বাড়িতেই দিন কাটানোর জন্য মানসিক রুগে ভুগচিলেন। লকডাউন কেটে গেলে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে কিন্তু তার আগেই রেলে কাটা পড়ে মৃত্যু হয় এনিয়ে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাড়ি থেকে প্রাতঃভ্রমণ নাম করে বের হয়। বাড়ি থেকে কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে আসার পরে
রেলে উঠতে গিয়ে পা পিছলে রেলে কাটা পড়ে না রেলে আত্মহত্যা করে মারগেলে সঠিকভাবে যানা যায়নি
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রেলওয়ে পুলিশের উদ্যোগে। কিভাবে
রেলে কাটা পড়ে মারা যায় পুলিশ তদন্ত নেমেছে।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন