November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বৃষ্টির মরসুমে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক

Aedes aegypti mosquito pernilongo with white spots and white background

ভরা বৃষ্টির মরসুম। যথেষ্ট বৃষ্টি হয়েছে কলকাতায়। বর্ষা আসলেই পুরসভার চিন্তা বাড়ায় ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। তবে খুশির খবর, অন‌্যান‌্যবার বর্ষার মরশুমে ডেঙ্গুর যে বাড়াবাড়ি দেখা যায় এবছর তা অনেকটাই কম। শতাংশের হারে কলকাতায় ৬২ শতাংশ কমেছে ডেঙ্গু।

শনিবার কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, চলতি বছর ১১ আগস্ট পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ‌্যা ২৫৫। যেটা গত বছর ছিল ৬৭২। শুধু ডেঙ্গু নয়, কমেছে ম্যালেরিয়াও। অন্য়দিকে, ১১ আগস্ট পর্যন্ত কলকাতায় ম‌্যালেরিয়া আক্রান্তের সংখ‌্যা ১ হাজার ৩৫৮। গতবছর এই সংখ‌্যা ছিল ২ হাজার ৮৮৮। তবে পুরসভার মুখ‌্য স্বাস্থ‌্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর কথায়, পরিসংখ‌্যানে স্বস্তি পাওয়ার কোনও কারণ নেই। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।