
ফের বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর বাজি কারখানা। সেখানে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত অন্তত ১২। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
সূত্রের খবর, বিস্ফোরণটি ঘটেছে ভিরুদনগর জেলার শিবকাশীতে। বাজি বানানোর ‘হাব’ হিসাবে গোটা দেশে পরিচিত এই এলাকা। সারা ভারতে যতটা বাজি উৎপাদন হয়, তার অধিকাংশই আসে এই শিবকাশী থেকে। বৃহস্পতিবার সেই বাজি কারখানার একটিতেই প্রবল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ৮ জন শ্রমিকের মৃত্যু হয়। সূত্রের খবর, মৃতদের মধ্যে রয়েছেন ৫ মহিলাও।
More Stories
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ফুটবল ড্রাইভ সম্পন্ন করল আর এফ লং টার্