
“আমি অরুণ চ্যাটার্জী | আমি ইন্ডাস্ট্রি” | সেই বিখ্যাত ডায়লগ শোনা গিয়েছে ২০১১ সালে “অটোগ্রাফ” ছবিতে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্ঠে |
আবারো অরুণ চট্টোপাধ্যায় হিসেবে দেখা গেল প্রসেনজিতকে | আর তিনি সেই মেজাজে বলে উঠলেন “আমি ইন্ডাস্ট্রি” । কিন্তু পরক্ষণে আবার হাতজোড় করে ক্ষমা চেয়ে নিলেন সুপারস্টার | আসলে বেশ কিছুদিন আগে এক মিনিটে প্রসেনজিৎ নাম দিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড করেছেন প্রসেনজিৎ | আর তাতে বেশ কিছু জনপ্রিয় ছবির সংলাপ শোনা গিয়েছে | সেখানেই উঠে এসেছে এই ডায়লগটি | তাই এই ডায়লগটি বলার পরেই তিনি হাতজোড় করে ক্ষমা চাইলেন।
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’