অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আরজি খারিজ করে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি | কলকাতা হাইকোর্টের রায় অস্বস্তি বাড়লো অনুব্রত মণ্ডলের | অর্থাৎ এবার সিবিআই তলব করলে হাজিরা দিতেই হবে অনুব্রত মণ্ডল কে |
গরু পাচার মামলায় 14 ই ফেব্রুয়ারি প্রথম সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডল কে | তবে সেই হাজিরা এড়িয়ে যান তিনি | এরপর 25 ফেব্রুয়ারি আরেকটি নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছিল তাকে | ওই দিন তিনি রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি থাকায় হাজিরা দিতে পারিনি | এরপর গত 4 মার্চ অনুব্রত কে নোটিশ পাঠানো সিবিআই এর তরফ থেকে | 15 মার্চ তাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল | আর এরই মধ্যে 11 ই মার্চ অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আরজি খারিজ করে দেয় সিঙ্গেল বেঞ্চ |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী