
জলপাইগুড়ি ঃ-২৬ ঘন্টা পেরিয়ে গেলেও ভরা তিস্তা নদীতে তলিয়ে যাওয়া নাবালকের খোঁজ পাওয়া গেল না। নাবালকের খোঁজে গতকাল। থেকে নদীতে তল্লাশি শুরু করেছেন সিভিল ডিফেন্স সদস্যরা৷ এখন নাবালকের খোঁজ না পাওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া। ঘটনারস্থলে মোতায়ন রয়েছে কোতয়ালি থানার পুলিশ।
সোমবার দুপুরে ভরা তিস্তায় স্নান করতে নেমে তলিয়ে গেল দশ বছরের নাবালক। ২৪ ঘণ্টা হয়ে গেলেও ওই নাবালকের এখনো উদ্ধার হয়নি। জলপাইগুড়ি শহরতলীর সুকান্ত নগর কলোনিতে ঘটনাটি ঘটে। ভরা তিস্তায় স্পিড বোট নামিয়ে ওই পড়ুয়ার খোঁজ শুরু করল জলপাইগুড়ি সিভিল ডিফেন্সের সদস্যরা। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুই বন্ধু ভরা তিস্তায় স্নানে নেমেছিল৷ দুজনই অল্প সাতার জানতো দাবি স্থানীয়দের। ভরা তিস্তার মধ্যে হঠাৎ করে দশ বছরের স্কুল পড়ুয়া মহম্মদ আশিক মৃধা তলিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
More Stories
চন্দননগর পুলিশের জালে ভুয়ো এডিজি কোস্টগার্ড
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন