বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিসি ব্লকে পানীয় জলের ট্যাঙ্কটি আচমকা ভেঙে পড়ে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবাসনের ওই ট্যাঙ্কটি ভেঙে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূএের খবর, সিসি ব্লকের বাসিন্দাদের অভিযোগ, গত ১০-১৫ বছর ধরে কোনও রক্ষণাবেক্ষণ হয় না সিসি ব্লকের ওই পানীয় জলের ট্যাঙ্কের। বৃহস্পতিবার সকালে একটি বিকট শব্দে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে ওই জলের ট্যাঙ্কটি। বিকট শব্দ শুনে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবাসনের বাসিন্দারা। ঘটনায় হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি। তবে জানা গিয়েছে, ৩৩ হাজার লিটার জল ধরত ওই ট্যাঙ্কে। তবে আচমকা ট্যাঙ্ক ভেঙ্গে পরায় জলের ট্যাঙ্ক নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে।