February 9, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সংকট মেটাতে রক্তদান পুলিশ কর্মীদের

এক দিকে গ্রীষ্মকালে রক্তের চাহিদা থাকে ব্যাপক। আবারও অন্য দিকে মহামারী করোনার জেরে মানুষ গৃহবন্দী। ফলে প্রতি বছর এই গ্রীষ্ম কালীন সময়ে বিভিন্ন ক্লাব সংগঠন গুলি রক্তদানের কর্মসূচি করতো। কিন্তু তা একপ্রকার করোনার আতঙ্কের জেরে বন্ধ। তাই প্রশাসন থেকে বারংবার বিভিন্ন ভাবে প্রচারও যেমন করা হচ্ছে, আবার কখনও জেলার পুলিশ সুপার কিংবা জেলা শাসক স্বয়ং শিবিরে গিয়ে রক্তদান করে আসছেন। এই লক্ষ্য নিয়েই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও ভগবানপুর থানার ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছিলো রক্তদান শিবির।

এই অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন এগরার এসডিপিও শেখ আকতার আলি, এগরার সিআই দেবাশীষ সরকার ও ভগবানপুরের ওসি প্রণব রায়। দিন আয়োজিত শিবিরে রক্তদান করেন পুলিশ কর্মীরা। তবে এইদিন সরকারী নিয়ম নীতি মেনে, নির্দিষ্ট দূরত্ব মেপেই রক্তদনের আয়োজন করা হয়েছে। এ দিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩০ জন রক্তদান করেন বলে পুলিশ সূত্রে খবর।