আদালতে নির্দেশ মতো নিজাম প্যালেস থেকে আলিপুর কমান্ড হাসপাতালে আনা হলো অনুব্রত মণ্ডলকে | শ্বাসকষ্ট ও বুকের ব্যথার কারণে হাসপাতালে যান অনুব্রত মণ্ডল |
সূত্রের খবর এদিন সকাল থেকেই অনুব্রতকে জেরা করার পরিকল্পনা ছিল তদন্তকারীদের | কিন্তু আচমকাই অসুস্থ বোধ করায়, তাকে নিয়ে যাওয়া হয় আলিপুর কমান্ড হাসপাতালে | সেখানে স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকদের ছয়জনের একটি টিম |
প্রসঙ্গত গরু পাচার কাণ্ডে দশম বার নোটিশ পাঠানোর পরও হাজিরা না দেওয়ায় মরিয়া হয়ে চেষ্টা করছিলেন সিবিআই | এরপরই তাকে গ্রেফতার করা হয় বোলপুরের বাড়ি থেকে । তাকে দশ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত | জিজ্ঞাসাবাদে জন্য নিজাম প্যালেসে থাকতে হবে অনুব্রত মণ্ডল কে |
More Stories
রবিবারও ভোগান্তি জারি থাকবে বৃষ্টির৷
এবার পুজোয় সম্ভবত জেলেই কাটাতে হবে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে
পুজো উদ্বোধনে কাঁথি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস