
বংশীহারী রামকৃষ্ণ আশ্রমে চুরি যাওয়া একাধিক সামগ্রী উদ্ধার করল বংশীহারী থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর গত 28 শে মার্চ বংশীহারী টাঙ্গন নদীর তীরবর্তী রামকৃষ্ণ আশ্রমে পিতলের সরস্বতী মূর্তি সোনা রুপার গহনার নগদ অর্থ সহ চুরি গিয়েছিল বহু মূল্যের একাধিক সামগ্রী।
আশ্রম কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরই অত্যন্ত দ্রুততার সাথে এইদিন বংশীহারী থানার পুলিশ এএসআই দীপক গোস্বামীর নেতৃত্বে বংশীহারী মির্জাপুর এলাকার ১৭ বছরের এক নাবালকের কাছ থেকে চুরি যাওয়া পিতলের মূর্তি নগদ অর্থ সোনা রুপার গহনা উদ্ধার করে বংশীহারী থানার পুলিশ।
সোমবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি জানালেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস।
More Stories
বাড়ছে তাপমাত্রা, বাড়ছে অস্বস্তিকের গরম
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা