
শনিবার ফের দুর্ঘটনার খবর বজবজ মহেশতলা উড়ালপুলে | উড়ালপুল এর উপর দিয়ে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে ফেরার পথে প্রাণ হারালেন এক যুবক | সঙ্গে ছিলেন আরো এক ব্যক্তি | সেই ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে |
সূত্রের খবর শনিবার বাইক নিয়ে দুই বন্ধু দ্রুত গতিতে বজবজের দিক থেকে তারা তলার দিকে যাচ্ছিলেন | সে সময় হঠাৎই মোটর বাইকের চাকাটি একটি গর্তে পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক আরোহী | এরপর ঘটে দুর্ঘটনা | বাইক আরোহী সঙ্গে থাকা অপর যুবকের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় | পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে | ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ |
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবান্ন অভিযানে শামিল করতে চান চাকরিহারারা