
ভোট গণনা থেকে এখনো পর্যন্ত রক্তাক্ত বাংলা | তবে ভোট সন্ত্রাসে নিহতদের পরিবারে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি |
গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতের রণক্ষেত্রের চেহারা নয় ভাঙ্গর | পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ সমর্থকরা | দীর্ঘক্ষন চলে বোমা গুলি বর্ষণ | এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ভাঙ্গরে গন্ডগোল হল কি করে কাল রাতে? কেন্দ্রীয় বাহিনী ছিল | যখন অ্যাডিশনাল এসপিকে গুলি করা হয় জিতে গিয়েছিল তৃণমূল । গুন্ডা আগে থেকে জড়ো করে রেখে দিয়েছিল। বোমা জোগাড় করে রেখেছিল স্কুলের মধ্যে” ।
পাশাপাশি তিনি বার্তা দেন, “আমি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি | বাংলার বদনাম করেছেন যারা, মনে রাখবেন বাংলার সম্মান ছিনিবিনি খেলেছে ব্যবসার স্বার্থে | তাদের আপনারা চিনে রাখুন | ক্ষমা সবসময় হয় না | মৃত্যুর পর ডাক্তার এলে চিকিৎসাটা করবে কোথায়? “
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা