June 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভারসাম্যহীন ব্যাক্তিদের বাড়ি ফেরানো সাথে মানুষের সেবায় এগিয়ে এসেছে টিম তারাশঙ্কর চ্যারিটি

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ-আবারও এক মানুষিক ভারসাম্যহীন ব্যাক্তিকে নিজের বাড়ি ফিরিয়ে দিলো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। প্রথম লকডাউনের সময় মালদার রাস্তার ফুটপাত থেকে তুলে এনেছিলো এই মানুষিক ভারসাম্যব্যাক্তিটিকে টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। চারিদিকে হোটেল-দোকান বন্ধ, যার জন্য খাবারটুকুও জোগাড় করার সামর্থ্য ছিলো না, যার ফলে ক্ষুধার্ত অবস্থাই রাস্তায় রাস্তায় ঘুরে দিন কাটাচ্ছিলো, মালদা জেলার এক সাংবাদিক দাদা টিম তারাশঙ্কর চ্যারিটিকে এই বিষয়টি জানার পর ছুটে যাই সংস্থার সদস্যরা। বাড়িতে নিয়ে আসা হয় ওই মানুষিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে, দীর্ঘ 3 মাস ধরে তার দেখভাল চলে। তারপর ভালোবাসার মাধ্যমে জানতে পারা যায় তার নাম নূর বাসার, বাড়ি বিহারের সিতামারী জেলার ছোট্ট একটি গ্রাম বানোলের বাসিন্দা। কিন্তু লকডাউনের মধ্যে গাড়ি না চলার ফলে তারা বিহার থেকে মালদা আস্তে পারছিলো না, তারপর টিম তারাশঙ্কর চ্যারিটির পক্ষ থেকে কল করা হলো জনতা দল উনাইটেড(JDU) এর MLA (BAJPATTI) রঞ্জু গীতা ম্যাডামের সাথে। উনি তখন নূর বাসারের পরিবারকে মালদা আসার জন্য রেলের টিকিট ও নগদ 3 হাজার টাকা দিলো, সেই টাকা নিয়ে তারা বেরিয়ে পড়লো মালদার উদ্যেশ্যে। নূর বাসারের বাবা মহিবুল শা তার হারিয়ে যাওয়া ছেলেকে পেয়ে প্রচন্ড খুশি। টিম তারশঙ্কর চ্যারিটির মেম্বারেরা লকডাউনের সময় থেকে যে ভাবে নূরের সেবা করে গেছে, তা বলে বোঝানো অসম্ভব।যেভাবে মানুষিক ভারসাম্যহীন ব্যাক্তিদের একের পর এক ফেরানোর খবর প্রকাশ করার ফলেই, আজ অনেক সচেতনতা এসেছে মানুষদের মধ্যে, যার ফলে গণপিটুনির ঘটনা খুব কম ঘটছে।