
বীরভূম থেকে বিজেপির রথযাত্রা রচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রসাদ নাড্ডা। লাভপুর এবং নানুর বিধানসভা কেন্দ্রে সেই রথযাত্রায় শামিল হয়ে বিজেপির প্রচার করার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন লাভপুরের বিশিষ্ট যোগগুরু সুশীল ভট্টাচার্য। অনুব্রত মণ্ডল কে পাশে বসিয়ে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে সুশীল বাবু বলেন, বিজেপির সামনেই জয় শ্রীরাম কিন্তু পিছনে থ্রি এক্স রাম ও বিরিয়ানি। আমাকে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট দেবে বলেছিল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল সোমবার বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয় সাংবাদিক বৈঠক করে বলেন,সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে চেপে ঘুরতো। তখন খুব মজা লাগছিল দিদির হেলিকপ্টার চাপতে। নাম না করে সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় কে বলেন, কখন কোথায় কি বলতে হয় আমি জানি। সময়মতো কখন কি ওষুধ দিতে হবে সেটাও আমি জানি।
More Stories
দক্ষিণবঙ্গে বাড়বে তাপপ্রবাহ
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ