
Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)
আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের শুনানি অনুযায়ী বজায় রইলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সুপ্রিম’ রক্ষা কবচ | অর্থাৎ বিদেশের ভ্রমণের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না অভিষেকের | অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এখনই কোন শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারবে না | তাকে গ্রেফতার করা যাবে না | আরো একবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট ।
প্রথম হাজিরার দিনে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ চান অভিষেক বন্দ্যোপাধ্যায় | পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন পদক্ষেপ নিতে পারবেন না | তাকে গ্রেপ্তার করা যাবে না | সেই সময়সীমা শেষ হওয়ার মধ্যে আজ সুপ্রিম কোর্ট জানায়, বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এর | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না অভিষেককে | পাশাপাশি বারবার হেনস্থা করছে তাকে | এরপরই আজ সুপ্রিম কোর্ট বাইরে যাওয়ার অনুমতি দেয় অভিষেককে |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা