March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ফের মেট্রোয় ঝাঁপ

ফের মেট্রোয় ঝাঁপ। বৃহস্পতিবার বিকেল ৪ টা বেজে ২৮ মিনিটে কবি নজরুলে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। সঙ্গে সঙ্গে ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শুরু হয় উদ্ধার কাজ। এর জেরে বন্ধ স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে পরিষেবা। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ ছিল পরিষেবা। সমস্যায় যাত্রীরা। প্রায় ১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে পরিষেবা।

বৃহস্পতিবার নেতাজির জন্মদিনে ব্যাঙ্ক, স্কুল-সহ একাধিক সংস্থা ছুটি থাকে। ফলত এদিন রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা। এই দিনেই ফের অঘটন। এদিন বিকেল ৪ টে বেজে ২৮ মিনিটে নজরুল মেট্রো স্টেশনে পৌঁছয় দক্ষিণেশ্বরগামী একটি রেক। আচমকা সেটির সামনে ঝাঁপ দেন এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি ব্রেক কষেন চালক। ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মেট্রোর তরফে শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় মহিলাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।