নির্ভয়া কান্ডে সোমবার দোষী পবন গুপ্তার রায় সংশোধনীর আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে ফাঁসির বদলে যাবজ্জীবন সাজার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পবনের আইনজীবী। কিন্তু তার সেই আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নির্ভয়ার চার ধর্ষকের একসঙ্গে ফাঁসি হওয়া নিয়ে ফের আইনি জটিলতা সৃষ্টি হল। জানা গিয়েছে, নতুন করে প্রাণভিক্ষার আরজি জানিয়েছে আরেক দোষী অক্ষয়। উল্লেখ্য, ৩ মার্চ, মঙ্গলবার সকাল ছ’টায় ২০১২ সালের ধর্ষণকাণ্ডে দোষী অক্ষয় সিং ঠাকুর, মুকেশ কুমার সিং, পবন কুমার গুপ্তা ও বিনয় শর্মার ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন সাজা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পবন কুমার গুপ্তা। এ প্রসঙ্গে শনিবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবেন। ফলে আবারও নতুন জটিলতা নির্ভয়া মামলার দোষীদের।