
কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সল্টলেক-সহ বিভিন্ন কর্পোরেশনের মেয়র ও প্রশাসনিক কর্তাদের বৈঠকে পুরসভাগুলির পরিষেবা এবং কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেজাজ হারিয়ে বললেন, “এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে?” পাশাপাশি প্রতিটি পুরসভায় প্রকল্প বাস্তবায়ন ও পরিষেবায় গতি বৃদ্ধি করতে নির্দেশ দিলেন তিনি। নগরনিগম ছাড়াও হলদিয়ার মতো বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদের কর্তাদেরও একাধিক ইস্যুতে পরামর্শও দিয়েছেন তিনি। জেলাভিত্তিক ও বিভাগীয় প্রশাসনিক রিপোর্ট পেয়ে তিনি এদিন এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, আগামী সোমবারই রাজ্যের ১২১ টি পুরসভার পুরপ্রধান ও প্রশাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন। এদিনের মতো ওই ২৪ জুনের বৈঠকেও থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিবরা।
নবান্ন সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অধিকাংশ পুরসভার রাস্তাঘাট বেশ খারাপ। বহু এলাকায় রাস্তায় আলো জ্বলছে না। ময়লা-আবর্জনা দিনের পর দিন রাস্তার মোড়ে মোড়ে পড়ে আছে। অনেক ওয়ার্ডে নিকাশি বন্ধ হয়ে আছে।
More Stories
চন্দননগর পুলিশের জালে ভুয়ো এডিজি কোস্টগার্ড
কুয়াশা বাড়লেও নেই শীতের আমেজ
ফের মেট্রোয় ঝাঁপ