July 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়া গেল গ্রিন জোন উত্তর দিনাজপুরে

করোনা ভাইরাসের জেরে লকডাউন সারাদেশে। এর মধ্যেই আবার রেড জোন, ইয়োলো জোন, গ্রীন জন করে সর্বত্র চলছিল বাদ বিচার । উত্তর দিনাজপুর জেলায় এতদিন কোনো করোনা পজিটিভ এর হদিস না মেলায় এই জেলাকে গ্রীনজনে আওতায় আনা হয়েছিল। তাই আস্তে আস্তে স্বাভাবিক যখন হতে চলছিল উত্তর দিনাজপুর জেলা। ঠিক তখনই দুঃসংবাদ সবার কাছে নেমে এলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে দুইজন, হেমতাবাদ এ একজনের করোনা পজিটিভের হদিস মেলায়। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা প্রেস মিট করে জানান এই খবর।