
বালুরঘাটের মঙ্গলপুরে একটি পেট্রোল পাম্পে পেট্রোল এর সাথে জল মেশানো অভিযোগ উঠল। পেট্রোল এর সাথে জল মেশানোর ঘটনায় বিক্ষোভ গ্রাহকদের। যদিও পেট্রলপাম্প কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে বৃষ্টির জল ট্যাংকে ঢুকে থাকতে পারে বলে জানান।
এদিন বালুরঘাট শহরের মঙ্গলপুরের পেট্রলপাম্প থেকে যে সমস্ত মানুষেরা মোটরসাইকেলে পেট্রোল ভড়েন তারা কিছুদূর যেতেই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। স্টার্ট না হওয়ায় অবশেষে বাইক মিস্ত্রি এর কাছে গেলে ধরা পড়ে ইঞ্জিনে জল ঢুকে গিয়েছে।
পরীক্ষা করে দেখা যায় বাইকের ট্যাংকিতে যে পেট্রোল রয়েছে তাও অর্ধেকের বেশি জল মিশ্রিত। এরপরেই একা একা গ্রাহকেরা অভিযোগ জানাতে আসে ওই পেট্রোল পাম্পে। প্রথমে পাম্প কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করলেও বহু গ্রাহকের বিক্ষোভে অবশেষে পরীক্ষা করা হয়। এবং সরাসরি প্লাস্টিকের বোতলে কিছু পেট্রোল নিলে দেখা যায় তার অর্ধেকের বেশি জল মিশ্রিত অবস্থায় রয়েছে।
পেট্রোল গ্রাহকেরা জানান, একে জল মিশ্রিত পেট্রোল পুরো দামে কিনতে হয়েছে অপরদিকে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। গ্রাহকেরা ক্ষতিপূরণের দাবি করেন। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানাবেন বলেও জানান।
এই ঘটনার পর পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, কোনভাবে বৃষ্টির জল ঢুকে এই ঘটনা হয়ে থাকতে পারে।
More Stories
দক্ষিণবঙ্গে বাড়বে তাপপ্রবাহ
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ