February 12, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পুরনো সেপটিক ট্যাংক থেকে গোখরা সাপ উদ্ধার মালদায়

পুরাতন মালদার মুচিয়া এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে থেকে বিষধর একটি গোখরো সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী নিতাই হালদার। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওই সাপটি উদ্ধার করেন নিতাই। তিনি জানিয়েছেন, আজই তিনি এই সাপটিকে কোনও জঙ্গলে ছেড়ে দেবেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এলাকার এই পরিতক্ত সেপটিক ট্যাংকে বিষধর এই সাপটি ঘোরাফেরা করছিল। ফলে ওই বাড়ির আশেপাশের বাসিন্দারা রীতিমতো আতঙ্কে ছিলেন। এদিন সকালে ফের সাপটিকে ওই সেফটি ট্যাংক এর কাছে ঘোরাফেরা করতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুরাতন মালদার সর্পপ্রেমী নিতাই হালদারকে। নিতাই হালদার সকালেই ছুটে আসেন এবং সাপটিকে উদ্ধার করেন। নিতাই হালদার বলেন, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তাই সাপটিকে না মেরে উদ্ধারের জন্য আমাকে খবর দিয়েছেন। সাপটিকে আজ আমি জঙ্গলে ছেড়ে দেব। এটি বিষধর পূর্ণবয়স্ক গোখরা সাপ।