March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নববধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার মহানন্দপুর গ্রামে

মালদাঃ-নববধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার মহানন্দপুর গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম পঞ্চমী দেবী(১৯)। তার বাপের বাড়ি বিহার রাজ্যের পূর্নিয়া জেলার বাইসি থানার দার বার্ঘায়ীগঞ্জে।পারিবারিক প্রস্তাবে পশ্চিমবঙ্গের মালদা জেলা চাঁচল থানার মহানন্দপুর গ্রামে মাস তিনেক আগে প্রকাশ ঠাকুরের সঙ্গে বিবাহ হয়।প্রকাশ পেশায় একজন ক্ষৌরকার।বিয়ের পণ বকেয়া থাকাই শ্বশুরবাড়ির লোকজন পঞ্চমী দেবীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত বলে এমনটাই অভিযোগ তুলছেন মেয়ের মা অঞ্জলি দেবী। জামাই ও তার পরিবারের কিছু সদস্য তার মেয়ের উপর বকেয়া পনের টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল।মৃত নববধূর মা অঞ্জলি দেবী জানান,বুধবার সকালে তার মেজো জামাই মৃত্যুর সংবাদটি পৌঁছায়।তখনই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল আসি। এছাড়াও অঞ্জলি দেবী অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মঘাতী হয়নি তাকে খুন করা হয়েছে। বাথরুমে তাকে ঝুলিয়ে ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে।
তবে মেয়ের শেষকৃত‍্যের জন‍্য ব‍্যস্ত রয়েছি।থানায় অভিযোগ করব।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এবিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান,ঘটনা জানতে পেরেছি।তবে এখনো মৃতের বাপের বাড়ির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়নি।অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু করা হবে।