May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

দীর্ঘ ১০০ বছরের ভোগান্তি মিটলো, খুলে গেলো মোহিত নগড় উড়ালপুল

জলপাইগুড়ি মোহিত নগড় এলাকা দিয়ে গেছে ৩১ নং জাতীয় সড়ক। আর এই সড়কের মোহিত নগড় এলাকায় ছিলো লেভেল ক্রসিং। অহরহ ট্রেন যাতায়াতের ফলে রেলগেট বন্দ হয়ে থাকতো। ফলে এই এলাকায় যানযটের জেরে ভোগান্তি ছিলো এলাকাবাসীর নিত্যসঙ্গী।

সমস্যার কথা বছরের পর সংসদে তুলে ধরেছিলেন জলপাইগুড়ির সাংসদেরা। কিন্তু সমস্যার সমাধান হয়নি।

গত কয়েকবছর আগে শুরু হয় ফোর লেনের কাজ। তখন শুরু হয় প্রায় দেড় কিলোমিটার লম্বা এই উড়ালপুলের কাজ।

অবশেষে শুক্রবার বিকেলে খুলে গেল জলপাইগুড়ি মোহিতনগর উড়ালপুল। আর এতে ভীষণ খুশি এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে চলে আসা যানজটের সমস্যা হাত থেকে মুক্তি পেলেন এলাকাবাসীরা।

এলাকার বাসিন্দা সুমন ঘোষ বলেন দীর্ঘ একশো বছরের জালা যন্ত্রণার অবসান ঘটিয়ে যানজট সমস্যার সমাধান হলো। প্রায় এক মিটার লম্বা। শুক্রবার পরীক্ষা মূলক ভাবে খুলে দেওয়া হল উড়ালপুল। এলাকার বাসিন্দা এবং পুলিশ প্রশাসন খুশি বলে তিনি জানান‌।

এদিন জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসি কৃষ্ণা কুমার তামাং ফ্লাগ নাড়িয়ে উড়ালপুলের যাত্রার সূচনা করে তিনি জানান আপাতত দুই লেনের যাতায়াত শুরু হল। রেলগেটের যানযট সমস্যার সমাধান হল‌ ধীরে ধীরে পুরো লেন খুলে যাবে।