
বৈশাখের অর্ধেক অতিক্রান্ত, তবু দেখা নেই কালবৈশাখীর। দক্ষিণবঙ্গের মানুষজন চাতক পাখির মতো ‘আকাশ পানে চেয়ে’। তাদের একটাই প্রশ্ন, কবে দেখা মিলবে ঝড়-বৃষ্টির? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, রবিবারই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সন্ধের পরই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে তারা। সোমবার থেকে বদলাতে পারে রাজ্যের আবহাওয়া।
তাপপ্রবাহের এই স্পেল রবিবারই শেষ হচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বুধবারের মধ্য়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ ডিগ্রি কমতে পারে। কিছুটা হলেও মিলবে স্বস্তি। সোমবার থেকে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা