
এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় | তবে তাদের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত | তার পরিবর্তে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিল পার্থ চট্টোপাধ্যায়কে | প্রয়োজনে জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি | পাশাপাশি জানা গিয়েছে ১৪ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি |
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তার শারীরিক অসুস্থতার কথা জানান | আইনজীবী জানান, পার্থ চট্টোপাধ্যায়ের রক্তস্বল্পতার সমস্যা রয়েছে | হিমোগ্লোবিন কম | পাশাপাশি শ্বাসকষ্ট সমস্যা রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী | পাশাপাশি, চট্টোপাধ্যায় বলেন, তিনি অসুস্থ | এখন তার কোন পদ নেই | তিনি প্রভাবশালী নন | তার চিকিৎসার দরকার | বাড়িতে থেকে চিকিৎসা চালানোর আর্জি জানান তিনি |
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবান্ন অভিযানে শামিল করতে চান চাকরিহারারা