May 16, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ছেলের সঙ্গে পাহাড়ের হৃত্বিক রোশন

সোশ্যাল মিডিয়ায় উঠে আসে বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল ভিডিও | এবার পুরনো একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় | যেটি ঋত্বিক রোশন একবার ফেসবুকে শেয়ার করার পর নতুন করে ভাইরাল হয়ে যায় |

যে ভিডিওতে ঋত্বিক পাহাড় থেকে ঝাঁপ দিতে বলতে শোনা যাচ্ছে | আসলে ছেলে হৃদান কে ব্যঞ্জি জাম্পিংয়ের জন্য উৎসাহ করছিলেন অভিনেতা |

ঋত্বিক ছেলেকে বলছেন, সময় নাও, ধীরে.. জোরে শ্বাস নও | তোমার আঘাত লাগবে না | পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি নিচে নেমে আসবে |

বলিউডের হার্ট থ্রব হৃত্বিক রোশনের একাধিক প্রেমের গুঞ্জন শোনা যায় | কঙ্গনা সঙ্গে আইনি লড়াই, বিবাহের বিচ্ছেদ পর নানান ব্যক্তিগত কারণে বহুবার আলোচনায় উঠে এসেছেন তিনি | তবে বাবা হিসেবে সবসময় সন্তানদের প্রতি দায়িত্ব পালন করেছেন অভিনেতার ঋত্বিক রোশন |