তারকা হয়েও সপ্তমীর সন্ধ্যায় ছেলেকে নিয়ে বাকি সাধারণ মানুষের মতোই মেলা দেখতে রাস্তায় নামলেন প্রিয়াঙ্কা । তিনি মনে করেন ছেলের পুজোর আনন্দ উপভোগ করা দরকার | তাই ঠাকুর দেখার সময়, মেলার যাওয়ার সময় মুখে মাস্ক পড়ে ছেলেকে নিয়ে মেলায় গিয়েছিলেন তিনি |
প্রসঙ্গত, সপ্তমীর সন্ধ্যায় মেলায় যাওয়ার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি | সেখানে দেখা যাচ্ছে মা ও ছেলে চুটিয়ে মজা করছে | দোলনায় চড়া থেকে শুরু করে আইসক্রিম খাওয়া, ঝাল মুড়ি, কোলড্রিংস কিছুই বাদ দেয়নি তারা | তারকা হওয়ার সত্বেও ছেলেকে নিয়ে জমিয়ে আনন্দ করছে কলকাতার পুজো | অবশ্য মাস্ক পড়া অবস্থাতেও কোন কোন অনুরাগী চিনে ফেলেছেন তারকাকে | সে ক্ষেত্রে অনুরাগীদের সেলফির আবদারও মেটাতে হয়েছে |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়