
কলকাতা ফের অগ্নিকাণ্ড | এবার ভবানীপুরের সুইমিং ক্লাবে আজমকাই আগুন লেগে যায় | কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে | খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন | তবে কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় | আগুন দেখি আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা |
রাত দশটা নাগাদ আগুন দেখতে পেয়ে ছুটে আসুন এলাকার মানুষজন । এর পরই খবর দেওয়া হয় দমকলে । তবে আগুনের শিখা সুইমিং পুল অ্যাসোসিয়েশন এবং সুইমিং ক্লাব ছাড়িয়ে আশেপাশের গাছেও আগুন লাগে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু | ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা