February 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সংকটের জেরে কাজ হারিয়ে ঋণের দায়ে আত্মঘাতী এক ব্যক্তি

করোনা সংকটের জেরে কাজ হারিয়ে ঋণের দায়ে আত্মঘাতী এক ব্যক্তি। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলা বংশিহারি ব্লক এর দক্ষিণ গোপালপুর এলাকার বাসিন্দা মিঠুন রবি দাস করণা সম্পর্কের জেরে কাজ হারিয়ে বিভিন্ন সংস্থায় ঋণে জর্জরিত হয়ে পড়ে।সেই কারণে ওই ব্যক্তি মদ্যপানে আসক্ত হয়ে পড়ে বলে তার প্রতিবেশীরা জানিয়েছেন। ওই আত্মঘাতী ব্যক্তি গোষ্ঠী, L&T সহ বিভিন্ন জায়গা থেকে ঋন নিয়েছিলেন বলে তার প্রতিবেশীরা জানান। আর ঋণে জর্জরিত হয়েই ওই ব্যক্তি আত্মঘাতী হলে আজ 16 ই আগস্ট সোমবার ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসে বালুরঘাট পুলিশ মর্গে। বংশীহারী থানার পুলিশ ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।