September 23, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করমন্ডল এক্সপ্রেস এর ভয়াবহ দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা

শুক্রবার করমন্ডল এক্সপ্রেস এর ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বালেশ্বর | উদ্ধার কার্যের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে প্রতিনিধি দল | এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে পরিশা সরকার এবং ভারতীয় রেলের সঙ্গে যোগাযোগ রাখছেন |

তিনি টুইট করে লিখেন ‘শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের। আমাদের কয়েক জন মানুষ গুরুতর জখম হয়েছেন। আমরা আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।’

প্রসঙ্গত, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৬৫০।