আজ ফের সিবিআই হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল | মঙ্গলবার থেকেই জোরালো হচ্ছিল এই সম্ভাবনা | গতকাল নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের | কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি | এরপর নিজাম প্যারিসে হাজরা না দেওয়ার কথা জানায় অনুব্রত মণ্ডলের আইনজীবী |
আইনজীবী তরফে জানানো হয়েছে, অসুস্থ থাকার কারণে সিবিআই এর মুখোমুখি হতে পারবেন না অনুব্রত | গত তিনদিন বেশ কয়েক জায়গায় সফর করার কারণে বিধ্বস্ত রয়েছেন অনুব্রত মণ্ডল | এর পাশাপাশি সিবিআই-এর দশম নোটিশ পেয়েও তিনি বিপর্যস্ত | তবে সিবিআই তরফ থেকে জানানো হয়েছে বারবার হাজরা এড়িয়ে যাওয়ার কারণে কড়া পদক্ষেপ নিতে চলেছে সিবিআই ।
সূত্রের খবর সিবিআই ইতিমধ্যে রহনা দিয়েছে | সম্ভাবনা রয়েছে আসানসোল আদালতে গিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে | অন্যদিকে সরাসরি অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে টিমের |
More Stories
দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ প্রায় কেটেছে, আপাতত রোদ ঝলমলে আবহাওয়া
অপরাজিতা বিল পাস হবার পর উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী
দুদিনের মধ্যে জোড়া দুর্ঘটনা মা উড়ালপুলে