
নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক পত্নী রুজিরা কে তলব করেছে ইডি | এদিন সিজিও কমপ্লেক্সের হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় | এই প্রথম নিয়োগ দুর্নীতিতে মামলায় তলব করা হয়েছে তাকে | এদিন সকাল দশটা বেজে ৫৭ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি ।
প্রসঙ্গত, এর আগে গত চার অক্টোবর তলব করা হয়েছিল রুজিরাকে | তবে কয়লা পাচার কাণ্ডে এর আগেও তলব করা হয়েছিল । ইডি সুত্রের খবর, টাকা লেনদেনের ক্ষেত্রে হাত বদলের যে তদন্ত তারা করেছেন সেখানে রুচিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন | সেই কারণেই তাকে তলব করা হয়েছে । তবে নিয়োগ দুর্নীতি মামলা এই প্রথমবার রুজিরা কে তলব করলো ইডি |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা