
করোনা ভাইরাসের জেরে করা বিধিনিষেধ করা হয় রাজ্যজুড়ে | তবে এবার কিছুটা শিথিল করা হয়েছে সেই বিধি-নিষেধ | অবশেষে বেশ কিছু ক্ষেত্রে মিলেছে অনুমতি | বীরভূম জেলার পর্যটন কেন্দ্রগুলোতে 25 শতাংশ আবাসিক নিয়ে হোটেল খোলার অনুমতি দিল জেলা প্রশাসন | তারাপীঠ বোলপুর সহ বীরভূম জেলার পর্যটন কেন্দ্রের হোটেল খোলার অনুমতি দেওয়া হয় | এই অনুমতিতে খুশি পর্যটকরাও | হোটেল ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শুরু হয়েছে হোটেল বুকিং |
More Stories
চন্দননগর পুলিশের জালে ভুয়ো এডিজি কোস্টগার্ড
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন