May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

অগ্নিমূল্য সব্জি বাজার, আম জনতার পকেটে আগুন

মালদা: লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার। শুধু সবজি বাজার নয় অগ্নিমূল্য ফলমূলের দামও। মাথায় হাত আম বাঙালির। বিগত কয়েক বছরে এই রকম দাম হয়নি বলে অভিমত ক্রেতাদের। মালদা শহরের অন্যতম রথবাড়ি সবজি মার্কেট। সেখানে গিয়ে দেখা গেলো অগ্নিমূল্য সবজি এবং ফলমূল এর দাম। খোলাবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে 50 টাকা কিলো দরে। পেঁয়াজ আলুর সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে অন্যান্য শাকসবজি এবং ফলমূলেরও। কমবেশি সব ধরনের সবজির দামই 100 টাকা ছুঁই ছুঁই। ফলে বিক্রি কমেছে বলে অভিমত বিক্রেতাদের।