July 10, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মাস্ক ছাড়া সল্টলেকে ঘোরাঘুরি করতে বাধা দিলে দম্পতির দাদাগিরি

মাস্ক ছড়া সল্টলেকে ঘোরাঘুরি করতে বাধা দিলে তাকে দাদাগিরি আখ্যা দিলেন দম্পতি। সল্টলেক ঢোকার মুখে ১ নম্বর গেটের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। এক দম্পতি কিছু কেনাকাটা করবেন বলে মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাফেরা করছিলেন সেই সময় রকে বসে থাকা কিছু যুবক মাস্ক পরে নিতে বলে ওই দম্পতিকে তিনি তার ভুল স্বীকার না করে উল্টে যুবকদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং অজুহাত দেখিয়ে বলেন বস্তি এলাকায় তো সোশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে না। এরপর সল্টলেকের ১ নম্বর গেটের কাছে স্থানীয় যুবকরা তাকে ইংরেজি ও বাংলায় বোঝানোর চেষ্টা করেন যে কোভিড সিচুয়েশনে মাস্ক বা ভ্যাকসিনেশন কতটা প্রয়োজন পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পেরে দম্পতির একজন মাস্ক পড়লেও অপরজন মাস্ক ছাড়াই সল্টলেকে ঘুরতে বেরিয়ে পড়লেন। এই ধরনের বেপরোয়া মনোভাব করোনা লড়াইয়ে সমাজকে কতটা পিছিয়ে দেবে এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।