
Seismograph with paper in action and earthquake - 3D Rendering
আজ সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি | এই নিয়ে চলতি মাসে মোট চারবার দিল্লিতে ভূমিকম্প হয় | তবে রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের তীব্রতা ছিল 2.5 |
উৎস স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিমি গভীরে | ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর নেই | প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে ভূমিকম্পের মাত্রা | এর আগে নভেম্বরে শুরুতেই তিনবার ভূমিকম্প হয়েছিল দিল্লিতে | এরই মধ্যে কম্পনের মাত্রা ছিল ৪.১ | দিল্লির পাশাপাশি হিমাচল প্রদেশ এবং উত্তর ও উত্তর-পশ্চিমে ও ভূমিকম্প হয়েছিল |
More Stories
এবারের বাজেট অধিবেশনে রয়েছে একাধিক চমক
বঙ্গ সফরে আসছেন অমিত শাহ
বাজেট অধিবেশনের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু