
হাইকোর্টের রক্ষাকবচ ওঠার পরে ফের গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে ডেকে পাঠানো হলো অনুব্রত মন্ডল কে | যদিও তিনি নিজে সিবিআই দপ্তর এর যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয় | এই নিয়ে ষষ্ঠ বার সমন করা হলো তাকে | তবে বর্তমানে অনুব্রত কাছে আদালতের রক্ষাকবচ নেই | ফলে ষষ্ঠবার সিবিআই এর সামনের সম্ভবত তাকে হাজির দিতেই হবে | এর আগে গত 15 ই মার্চ হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল |
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী