
Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)
কাঁথির জনসভায় শুভেন্দু অধিকারী কে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | চাঁচাছোলা ভাষায় তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতাকে |
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এদিন কাঁথির সভায় অভিষেক বলেন, ‘২০১৫ সালে ১ কোটি ১৫ লাখ টাকার টেন্ডার বেরিয়েছিল । গার্লস হস্টেলের টেন্ডার হয়েছিল এই কলেজরই । ৮৫ লাখ টাকার বেশি পেমেন্টও হয়েছিল । কিন্তু তরুণিতা এন্টারপ্রাইজকে টেন্ডার ছাড়া অর্ডার দেওয়া হয় । একটা কনট্রাক্টর ও ইঞ্জিনিয়াকে দিয়ে নেক্সাস চালিয়েছে । একটা কন্ট্রাক্টরই সব জায়গায় কাজ পেয়েছে । ১৫ দিন সময় দিলাম । এই কলেজের মাঠেই ফের সভা হবে । তোমার খাতা তুমি নিয়ে আসবে, আমি আমার খাতা নিয়ে আসব। সবার সামনে উলঙ্গ করে দেব তোমায়” |
More Stories
চলতি বছরেই চলবে গঙ্গার নিচে মেট্রো
নিজেকে তৃণমূলের ‘পাহারাদার’ হিসেবে তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দুর্ঘটনার মুখে বাবুল সুপ্রিয়র কনভয়