October 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

IIFA Award-এর মঞ্চে ঐশ্বর্য বচ্চনের ঝলমলে উপস্থিতি নজর কেড়ে নিয়েছে সকলের

এবারের IIFA Award-এর আসরে যেন বসেছিল তারার হাট। শাহরুখ খান, ভিকি কৌশল এবং করণ জোহর ছিলেন সঞ্চালনার দায়িত্বে। আর গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। আর বরাবরের মতো তাঁর সঙ্গী হয়েছিল কন্যা আরাধ্যা। তবে এবার এই ইভেন্টে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। বিষয়টা কিন্তু ভক্তদের নজর এড়ায়নি।

এবার IIFA Award-এর মঞ্চে ঐশ্বর্য বচ্চনের ঝলমলে উপস্থিতি নজর কেড়ে নিয়েছে সকলের। তবে ভক্তদের মনে কিন্তু এখনও রয়ে গিয়েছে ২০২২ সালের IIFA মুহূর্ত! আসলে সেবার IIFA Award-এর মঞ্চে দুর্দান্ত একটা নাচ উপহার দিয়েছিলেন অভিষেক। যা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন অভিনেতার স্ত্রী-কন্যাও। আর অভিষেকের নাচের সেই ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, দশভি ছবির মচা মচা রে গানে দুর্ধর্ষ নাচতে দেখা গিয়েছিল অমিতাভ-জয়ার পুত্রকে। মঞ্চে যখন গানের তালে পা মেলাচ্ছেন অভিনেতা, সেই সময় দর্শকাসন থেকে তাঁর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ঐশ্বর্য এবং আরাধ্যাকে।