নগ্ন ফটোশুট নিয়ে FIR করা হয় রণবীরের বিরুদ্ধে | সেই কারণে জিজ্ঞাসাবাদ এর জন্য রণবীরকে ডেকে পাঠিয়েছিল মুম্বাই পুলিশ | কিন্তু ওই দিন তিনি হাজিরা দিতে পারবেন না | তাই মুম্বাই পুলিশের কাছে আরো কিছুটা সময় চেয়ে নিয়েছে রণবীর সিং |
প্রসঙ্গত গত ১২ ই আগস্ট নগ্ন ফটোশুট নিয়ে দায়ের করা হয় এফআইআর | মুম্বাইয়ে এক নাগরিক আইনজীবী রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন | তিনি অভিযোগ করেন, “এ ধরনের ফটোশুট মহিলাদের নারীত্বকে ছোট করেছে এবং তাদের অনুভূতিকে আঘাত করেছে রনবীর” |

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়