October 9, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

CAA প্রতিবাদে মুর্শিদাবাদের জলঙ্গিতে ধুন্ধুমার

CAA’র প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার মুর্শিদাবাদের। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গিতে। সূত্রের খবর, এদিন সকাল থেকেই CAA আইনের বিরোধিতায় জলঙ্গির সাহেবনগরে রাজ্য সড়ক অবরোধ করে বেশ কয়েকজন মিলে বিক্ষোভ করলে আরেকপক্ষ সেই বিক্ষোভকে বাঁধা দিতে এলে অবরোধকারীদের দলে থাকা বৃদ্ধকে লক্ষ্য করে আচমকা গুলি চালায়। এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় জখম হয়েছেন আরও একজন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি।