
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের মূল অভিযুক্ত মেহুল চোক্সীকে দেশে ফেরাতে তৎপর একাধিক তদন্তকারী সংস্থা। মেহুলকে দেশে ফেরাতে ইতিমধ্যেই ডোমিনিকার সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে দেশের একাধিক তদন্তকারী সংস্থা, জল্পনা উস্কে দিয়েছে আরও একটি খবর। দিল্লির একটি বিমানকে দেখা গিয়েছে ডোমিনিকায়। তাতে বাড়ছে চোক্সীকে দেশে ফেরানোর জল্পনা।
More Stories
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে
ভ্যানতারা রক্ষণাবেক্ষণে তৎপর রিলায়েন্স