
করোনা ভাইরাস এর দ্বীতিয় ঢেউতে লকডাউনে করনার হাত থেকে মানুষ কে বাচাতে নিজের হাতে মাস্ক বানিয়ে বিনামূল্যে বিলি করছেন উত্তম বসাক। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এর স্টেট বাসস্ট্যান্ড এলাকায়। তিনি জানান পেশায় তিনি টেলারিং মাষ্টার।উনার দোকানে টেইলারিং করে প্রচুর কাপড় বেচে যায়,সেই কাপড় দিয়ে তিনি নিজে হাতে মাস্ক বানিয়ে দোকানে রেখে মানুষের মধ্যে বিলি করছেন।
উত্তম বাবুর এই রকম ধারনাকে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাট এর পথ চলতি মানুষ।
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী