November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সেলফি তুলতে গিয়ে বিপাকে মিমি চক্রবর্তী

জলপাইগুড়ি ঃ- যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে সেলফি তুলে বিপাকে পড়লেন এক ভোট কর্মী। কমিশনে অভিযোগ যেতেই ওই কর্মীকে সরিয়ে দিয়ে এক মহিলা কর্মী দেওয়া হয়।
জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে ভোট দিয়ে বুথ থেকে বের হয়ে বারান্দায় আসতেই মিমির সঙ্গে সেলফি তুলে বির্তকে পড়লেন ওই বুথের সেকেন্ড পুলিং অফিসার। বুথ নম্বর ১৭/১৫৫। শনিবার মিমি নিজেই বুথে আসেন। সঙ্গে ছিলেন সাংসদের নিরাপত্তা কর্মীরা৷ বিরোধীদের অভিযোগ, মিমি চক্রবর্তী অভিনেত্রী পাশাপাশি তিনি বর্তমানে একজন সাংসদ। ভোট কেন্দ্রে গেলে তিনি একজন সাধারণ ভোটার। ওই ভোটারের সঙ্গে কিভাবে ভোট কর্মীরা সেলফি তুলতে পারেন তাও আবার বুথের। খবর পৌঁছায় জলপাইগুড়ি জেলা নির্বাচন কমিশনে। খবর পেয়েই তড়িঘড়ি ওই সেকেন্ড পুলিং অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করল কমিশন। জেলা নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, ভোট কর্মী হয়ে ভোটারদের সঙ্গে সেলফি তোলা ঠিক নয়৷ জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিক মৌমিতা গোদারা বসু বলেন,” অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ওই ভোট কর্মীকে সরিয়ে মহিলা কর্মী দেওয়া হয়েছে।” মিমি বলেন, শান্তি পূর্ণ করে ভোট হচ্ছে।”